তোমায় কতদিন কবিতা লেখা হয় না
তোমায় কতদিন বলা হয় না ভালোবাসি,
দু'জন আজ আমরা অজানা আকাশে
অজানা সমুদ্রের উপর দু'টি ক্লান্ত পাখি।