সাতাশ হাজার ঘোড়সওয়ার মোঙ্গল সেনা এ বুক দাপিয়ে চলে গেলো,
সত্তর লক্ষ নাৎসি বাহিনী এ বুকে সহস্র বছর ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে চলে গেলো,
সাতশটা বি-২ অনবরত বোমা ফেলে এ বুককে জ্বলন্ত কয়লা করে পুড়িয়ে চলে গেলো,
তবুও তারা তোমার দেয়া ক্ষতের সমান ক্ষত করতে পারলো না!