এ ঠান্ডা জল অতিক্রম করে
বিচ্ছুরা ছুটে যাবে, শেষ রাতে
সাঁতরে যাবে, কালাশনিকভ আর লাল ঝান্ডা বুকে
জমিদারের কুঠি, মহাজনের লেঠেল
জলপাই দেয়াল ভেঙ্গে
গ্রাস করবে শত্রুর দূর্গ।
কমরেড,
সাঁতরে যাবার সময় হলে ডেকো
সুনামী হয়ে ভেঙেচুরে দেবো
সকল বিদেশী দালালদের।