ফুলগুলো আবার সব ধূসর হয়ে যাবে
তোমার ফাগুনের অভাবে,
চাইলেই তো আকাশ কাঁদিয়ে বরষা নামাতে পারো-
পারো ফাগুন নামিয়ে সবকিছু রাঙিয়ে দিতে
তবুও কেনো এই কৃপনতা, প্রিয়তমা?
তোমার একসময়ের প্রিয় ফুল কবেই ঝড়ে গিয়েছে,
অন্তঃত এদের ক্ষমা করে দাও।
তোমার জানালার পাশের ছোট্ট বাগান এরাই ভরে তুলবে,
শুধু একটু ফাগুন উপহার দাও।