কারফিউয়ের রাতে
আর কারফিউয়ের দুপুরে,
শুধু মনে পড়ে তোমাকে
আর তোমার অস্তিত্বকে।
তুমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী চৌম্বক যার টানে সকল জলপাই রঙা হেলমেট ডিঙিয়ে আমি তোমার কাছে যেতে পারি।
কিন্তু আমিতো তোমার চৌম্বকের বিপরীত প্রান্ত!
তাই জলপাই রঙা হেলমেটরা, নীল রঙা সাঁজোয়া যান আর কালো রঙা বুটেরা আমাকে আরো দূরে সরিয়ে দেয়।