হে চিত্রা হরিণের দুটি জ্বলজ্বলে চোখ,
আপনি যে গভীর অরণ্যে হারিয়ে গিয়েছেন,
আপাতত সেখানেই বসবাস করুন।

হয়তো পথভোলা পথিকের সাথে আবার সে চোখজোড়ার সাক্ষাত হবে,
পড়ন্ত বিকেলে- যখন পথিক ফিরবে আপন নীড়ে।

ভয় পাবেন না,
আপনার চোখজোড়াকে
শালপাতার আঁচলে,
আবার হারিয়ে যাবার সুযোগ দেবো।
শুধু একটু তাকাবার সুযোগটুকু চাই,
বুঝতে চাই, জগত কেনো বাস করে সে দু চোখে,
পথিক কেনো পথ হারায় তার মায়ার ঘোরে।