আজ মিছিলে যাবো বলেই,
নারী তোমাকে বিসর্জন দিয়েছি।
আজ দেশ ডাকছে বলেই,
নারী তোমাকে বিসর্জন দিয়েছি।

তোমায় বিসর্জন না দিলেও তুমি ঠিকই চলে যেতে,
তাই মিছিলের শ্লোগান আর দেশের মাটিই আমার প্রথম প্রেম!