আমি আমার বিবেকের কাছে বন্দি,
আমার বিবেক আমাকে কথা বলতে বাধা দেয়
আমার বিবেক আমাকে মানা করতে বাধা দেয়
আমার বিবেক আমাকে প্রতিবাদ করতে বাধা দেয়।
আমার বিবেক পঁচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে,
আর ওরা বলছে আপনার বিবেকই সেরা
আর ওরা বলছে আপনার বিবেকই শ্রেষ্ঠ
আর ওরা বলছে আপনার বিবেকই মহান।
আমার বিবেক মৃত হয়েও জেগে আছে,
ওরা আমার বিবেককে সুগন্ধি মাখাচ্ছে
ওরা আমার বিবেককে গোলাপজল মাখাচ্ছে
ওরা আমার বিবেককে অমৃত দিয়ে স্নান করাচ্ছে,
তবুও পঁচা-গলা দুর্গন্ধ সরছে না,
তবুও মৃত বিবেকটা আর জাগছে না।
ওরা কেউ আমার বিবেকের দুর্গন্ধ পাচ্ছে না
মৃত বিবেকের ঠাণ্ডা দেহ আঁচ করতে পারছে না,
আর আমি ক্রমশ দেহে ধাতবের অস্তিত্ব অনুভব করছি,
বিবেক ব্যতীত আমি ওদেরই যন্ত্রচালিত মানবে পরিনত হচ্ছি।