ভুলে যাওয়া সহজ নয়, সহজ নয় তোমার অস্তিত্বকে অস্বীকার করা
সহজ নয় প্রতিটি রাতের কতশত গল্প-গান-কবিতা ভুলে যাওয়া,
কিংবা তোমার হাতের স্পর্শ, তোমার গলার স্বর বা তোমার মুখমন্ডল,
ভুলে যাওয়া সহজ হলে আজ সবাই সুখী হতো, রাস্তার ধারে পড়তে থাকতো না পাগলেরা,
ভুলে যাওয়া সহজ হলে আজ ইতিহাস লেখার প্রয়োজন হতো না,
ভুলে যাওয়া সহজ হলে ধ্বংস হতো না ট্রয় নগরী, ভুলে যাওয়া সহজ হলে আজও নিভৃতে চোখের জল ফেলতাম না আমি।