জানো, তুমি কতটা জুড়ে ছিলে?
এক্কেবারে সাত সমুদ্র জুড়ে,
নদীর এপার হতে ওপার জুড়ে।
তারপরও,
তাতে যে বাঁধ তুলে দিয়েছো
জানি তা ভাঙ্গা যাবে না
ভাঙ্গতে গেলে সমুদ্র ফুঁড়ে সুনামী হবে
নদীর দু'পাড় ভেঙ্গে বন্যা হবে
সবুজ লোকালয়, দারুচিনি দ্বীপ প্লাবিত হবে।