নির্জন দ্বীপে একটা বাতিঘর বানিয়েছি
সন্ধ্যে হলেই সেখানে আলো জ্বালিয়ে বসে থাকি
রাতের আঁধারে পথ হারানো নাবিকদের পথ দেখাবো বলে,
কেননা এ অথৈ সাগরের পাথর দ্বীপে আছড়ে পড়ার অধিকার শুধু আমারই আছে।