দেবী তোমাকে অর্ঘ্য দেবো
অলকনন্দা দিয়ে,
অর্কিড দিয়ে।
তবুও বিসর্জনকালে ডুবে যেয়ো না,
চোখ দুটো ভাসিয়ে রেখো;
শেষবারের মতো আরেকটু তাকাতে দিয়ো।