আকাশের বিশালতায় চেয়ে দেখো
ওতে কিছু মেঘ খেলা করে,
আর কিছু দেখতে পাও কি?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে আমার বিষাদেরা লড়াই করে?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে আমার ক্রোধেরা আলিঙ্গন করে?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে আমার দ্বিধারা ঘুমোয়?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে আমার পাপেরা চুম্বন করে?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে আমার অভিমানেরা নৃত্য করে?
দেখতে পাও কি সে আকাশ,
যেখানে তোমার কোনো অস্তিত্ব নেই?

সতীলক্ষ্মী তুমি,
তোমার চোখ শুধু আকাশের ভালো দিক টাই তোমাকে দেখায়।

আর পাপিষ্ঠ আমি,
আকাশে তাকালেই দেবতা সব পাপেদের মিলনমেলা দেখায় আমায়।

তোমার আকাশ আমার আকাশ থেকে ভিন্ন,
তাই তুমি আমার আকাশ দেখতে পাও না,
তাই তুমি সরে যাও,
আরো দূরে সরে যাও,
আমার কাছ থেকে,
আমার আকাশ থেকে।