ছোটোবেলায় মেঘেদের মনে হতো
আকাশে ভেসে বেড়ানো কোনো শূন্য উদ্যান,
যেখানে ছুটোছুটি করে মেঘ শিশুরা,
তারা দুঃখী হলে বারিধারা নিক্ষেপ করে,
তারা রাগী হলে বজ্র নিক্ষেপ করে,
আর সুখী হলে নানা আকৃতির জীবজন্তুর আকৃতি ধারণ করে!
এখন মেঘকে মনে হয়,
তোমার আমার শত অনুভূতির জমানো এক সংগ্রহশালা,
যেটি কখনো বিচ্ছেদের সুরে কাঁদে,
অভিমানের সুরে গর্জন করে,
বজ্রপাত ঘটায়,
আর রাগ ভাঙানোর পর,
সুখের বশে জগতের সুন্দর কিছু জিনিসের আকৃতি ধারণ করে।