আচ্ছা বলো তো কখন দেখতে পাবো তোমার শুভ্রত্যমাখা হাসি...।
কখন তোমায় ব্যক্ত করবো "তোমায় কতটা ভালবাসি"...।
তোমাকে কতটা ভালোবাসি তা জানে বনের কাকতাড়ুয়া রা ।
জানে গোধূলির তারা...।
জানো কি তুমি আমার রিদয়
আজ রুগ্ন হয়ে আছে তোমাকে ছাড়া...?
জানো তুমি আমার আকাশে নেই কোনো তারা
কোনো ভালোবাসার পাখি /...।
আমার চক্ষু শীতল হবে ।
তবে দেখি যদি তোমার আঁখি...।।