যখন আমি একা থাকি।
  বেদনা রা ছুটে এসে বলে
     কাঁদছে কেনো তোমার আঁখি।।

    যখন আমি মনস্তাপে থাকি ।
       একাকিত্বরা আমাকে ঝাপটে ধরে বলে
   আমি তোমার পাশে আছি।

নিঃসঙ্গতারে সাথে নিয়ে যখন  কোনো রাস্তায় হাটি।

ক্লেশ গুলো চিত কার করে বলে আমি তোমার পাশে হাটছি ।

অন্তঃকরণে ব্যথা যখন আমায় আঁকড়ে ধরে।

অশ্রু স্নিগ্ধ নয়ন থেকে অঝোর দাড়ায় জল ঝড়ে।