আমি আজ একা কেউ নেই আমার পাশে,,,
    নীরবতা শুধু সঙ্গী হয়ে বারবার আসে,,,,
একাকীত্বের গ্লানি মুছবার জন্য আমার নেই নির্ভরযোগ্য কোন হাত,,,
বড্ড অসহায়ত্বের  ভুগি আমি সারা দিন রাত...।