অচেনা শত্রু ঢুকে পরে প্রিয় জনের ভিড়ে
সুযোগ পেলে রক্ত চুষে ফিরে যায় নীড়ে ।
বন্ধু হয়ে আসে সে ।
বিপদে পড়ল সে বলে
তুই আমার কে?
সুন্দর সুন্দর কথা বলে বুঝায়
সে প্রকৃত বন্ধু
ক্রান্তিকালে পরিণত হয়
সেই পরম শত্রু।