পথ থেকে পথে পেড়িয়ে যায়
তবুও যেন এ পথের ঘ্রাণ হৃদয়ে রয়ে যায়!
যে পথের কোণায় কোণায় পড়ছে,
অজস্র রক্তের ফোঁটা!
পথকে করছে রঙে রঙিন!
সেইদিনের ঐ পথ কী ভোলা যায়?
সেদিন প্রসাশন ছিল হিংস্ররুপে
যেনো রক্ত তাদের,
রাত দুপুরে আহার্য পানি।
তবুও বাংলার বীর সেনানীরা
ভয় করেনি,
যাদের থেকে আসছে ভেসে বীরের ঘ্রাণ,
তাদের কি আর দমানো যায় কারফিউতে?
প্রাণের ভাষা রক্ষার পণ ছড়িয়ে পড়েছিলো জীবিত থেকে মৃতে।
সেদিন ভেঙেছিল কারফিউ,
নেমেছিলো রাজপথে!
লড়েছিলো বীরের বেশে,
এনেছিলো ছিনিয়ে মায়ের দেওয়া মাতৃভাষা!
তাই তো মোরা কৃতজ্ঞ,
শহীদের আত্মত্যাগ,সাহসীকতার কাছে!
তাদের স্মরণ করি বারংবার!