এই ধরা সুন্দর করেছে গাছ।
তার জন্যই চলছে আমাদের শ্বাস-প্রশ্বাস।
তারও আছে কিন্তু প্রাণ।
লোকে কি বুঝে যে সে কতটা মূল্যবান?
মানুষকে সে করে ফুল-ফল,ছায়া দিয়ে সেবা,
মানুষ শুধু করে তাকে অবহেলা।

মানুষ কেটে ফেলে তাকে কারণে-অকারণে,
মানুষ কী জানেনা যে তারও আছে-
                বেচে থাকার অধিকার এ ভুবনে।
সে বলতে পারেনা কাউকে কিছু,
মানুষ তাকে কেটে ফেলে শুধু শুধু।
আমাদের উচিত গাছ কে রক্ষা করা,
তাহলেই সুন্দর হবে আমাদের এই ধরা।