সেদিন পরছিল বৃষ্টি,
প্রথম গেল বৃষ্টির উপর আমার দৃষ্টি।
তাকে লেগেছিল আমার খুব ভালো।
যেন পরছিল তার মুখে চাঁদের আলো।
চেয়েছিলাম যেন তার সাথে হয় আবার দেখা;
কে জানতো যে সেটা ছিল শুধু আমার ভালোবাসা?

বৃষ্টি তুমি এসো আবার;
নিয়ে ভালোবাসার জোয়ার।
বৃষ্টি তুমি নিয়ে এসো তাকে, কাছে আমার।
তার জন্যই আমি বৃষ্টি চাই বারবার।
মহান স্রষ্টা সৃষ্টি করেছেন তাকে অপরুপ সুন্দরী করে,
প্রথম দেখাতেই যেন পরেছিলাম তার প্রেমে।

বৃষ্টি যেন করছিল তার মুখ আরও উজ্জ্বল,
তাকে এভাবেই ভালোবেসে যাবো সারাটা জীবন।
বৃষ্টি তোমার জন্যই হলো তার সাথে আমার দেখা ,
সেই দিনই যে ছিল আমার প্রথম বৃষ্টির প্রেমে পরা।