বাবা তুমি হলে আমার রাজা,
যার নেই কোন প্রজা।
তুমি করো কঠোর পরিশ্রম;
যাতে ভবিষ্যতে দিতে হয় না আমায় কোন শ্রম।
বাবা তুমিই সেরা,
যে কিনা এতো পরিশ্রম করেও হও না দিশেহারা।

তার জন্যই জানাই তোমায় সম্মান,
কাউকে করতে দেব না তোমায় অপমান।
হবে তুমি রাজা আর আমি রাজকুমার-
সম্মান থাকবে তোমার সর্বপ্রকার।
আমার সবকিছুই বাবা তুমি,
তোমায় ছাড়া অস্তিত্বহীন এ আমি।

তুমি ছাড়া আমার আছে কি কোন পরিচয়?
তোমায় ছাড়া আলোতেও যেন পাই ভয়।