আমার স্বপ্ন লাল কফিনে মুড়িয়ে
অন্যের বাস্তব হবার আগে;
আমাকে যেনো সাদা কাফনে মোড়ানো হয়...!
আমার সুখপাখির ডানা ভাঙার আগে;
আমার নিশ্বাস যেনো চিরতরে বন্ধ হয়!

যে চোখে তোমাকে আর দেখবে না
কী লাভ বলো সে চোখ থেকে?
তার থেকে অন্ধ হয়ে যাওয়াই তো ভালো।
যে কানে তোমার সুমিষ্ট কণ্ঠস্বর শুনতে পাবো না
কী প্রয়োজন সে কানের?
তার থেকে বধির হওয়ায় কী ভালো নয়!!
যে মূখে তোমাকে আর মনের কথাগুলো বলতে পারবো না ; সে মূখ আমার চাই না।
চিরতরে বন্ধ হোক সে মূখ আমার।

নীল-অপরাজিতা!
তোমার বিরহে আমার পৃথিবী বেদনায় নীল হবার আগে যেনো ; আমার দমটা বন্ধ হয়ে যায়।
বিদায় নিতে চাই তুমিহীন পৃথিবী থেকে আমি...!