কবিতায় নাকি প্রেম থাকে?
কই আমার কবিতায় তো বিষাদের আনাগুনা
কবির মনের উঠোন জুড়ে নাকি
সুখ আর স্বপ্নরা লুটোপুটি খায়-
কই! আমি তো কেবল ঘরে বাইরে, সম্মূখে-পেছনে, ডানে-বামে ভাঙনের আওয়াজ শুনি...!
বাদলা দিনে নাকি কবিরা প্রেমময় কাব্য লেখে অথচ- শ্রাবণের বারিধারা নামে আমার দু'চোখেও...!
হীমকুয়াশায় তারা উম আদানপ্রদানে ব্যস্ত থাকেন;
এদিকে আমি পথশিশু বস্ত্রহীন পিন্টুর মাঝে আবিস্কার করি নিজেকে!
চাঁদনী রাতের মায়াবী চাঁদ নিয়ে কত্ত শত কাব্য আছে;
অথচ- ক্ষুধার্ত ক্লান্তশ্রান্ত মুসাফিরের মতই আমার কাছেও চাঁদটা কেবল সুকান্তের ঝলসানো এক রুটি!