অশ্বারোহী আমি ছুটেছি
আজ  রণাঙ্গনে,
এ গর্দান শুপেছি কেবল
এলাহীর শানে।

আসুক যত শত্রুসেনা
আমি  তো কভু ডরি না
প্রভূর মদদই মোর পুঁজি।
হলে এপথে শাদাহাৎ
নিশ্চিত তবে জান্নাত
দিবারাত্র তাইতো খুঁজি।

যদি লড়াই শেষে
ফিরি বীরের বেশে
তবে যে হবো গাজী।
ভয় কিসের আজ?
নেই কোন লাজ।
সবকিছুতেই রাজী...!