উত্তরপাড়ার আবুল জেগেছে আজ ট্রিগার চেপেছে স্বাধীনতা আনবে বলে জেগেছে উৎপল!
যোগ দিয়েছে মুক্তিবাহিনীতে,
ক্ষীণদেহী শফিক, সেও বসে নেই।
স্বাধীন বাংলা বেতারকেন্দ্র হতে ঘোষণা এসেছে
'রক্ত যখন রক্ত দিয়েছি, রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, ইনশাআল্লাহ।'
সে ঘোষণায় অনুপ্রাণিত হয়ে জব্বার চাচাও রাইফেল কাঁধে তুলে নিয়েছে।
ধর্ষিতা মায়ের বিভৎস মরণ দেখে কিশোরী ছকিনাও জেগেছে আজ!
হে ছাত্র! হে জনতা!
দ্রোহের আগুন কি তোমাতে জ্বলে ওঠে না? তোমার ভাইয়ের রক্তের বদলা কি তুমি নেবে না? তোমার বোনের ইজ্জতের প্রতিশোধ কি তোমার রক্তে আগুন জ্বালে না? জেগে ওঠো! জেগো ওঠো! রনাঙ্গনে ছোটো!
অতঃপর, জেগেছে সবাই ভেগেছে পাকহানাদার বাহিনি। রক্তের স্রোতে ভেসে এসেছে বিজয় পেয়েছি স্বাধীনতা, সর্বভৌমত্ব আর লাল-সবুজের এই পতাকা।