চারপাশটা কেমন যেন ধূলা বন্দীর ছাচ
বিষাক্ততে নবীনবালক মগ্ন অবিরাম
কেহ জেগে নাই বন্দী খাচাঁয়
কেউবা তালে ঝিমায়
চোখ গুলো তার কাচের গুলি
দৃষ্টি মিলিবে কোথায় !
এই খাচাঁতে সুধুই চলে জেদের বাহাদুরী
কোন সে বিধাণ বাঁধবে এ যান
সেইতো অপরাধী.. ।
নৈরাশ্যবাদী জাগ্রত সুধু কালো চশমার তলে
কে গড়িবে আলোর সভ্য
আধাঁর যুগের মাঝে ?