মৃত্যুই তোমার মুক্তির একমাত্র উপায়।
তোমার মৃত্যু হলে,
বৃদ্ধ মা-বাবার মৃত্যু শোক তোমাকে সইতে হবে না।
তোমার মৃত্যু হলে,
সইতে হবে না প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার বেদনা।
মৃত্যু হলে,
খোয়াতে হবে না তোমার আত্মসম্মানবোধ,
বইতে হবে না বেকারত্বের বোঝা,
কিংবা ব্যর্থতার গ্লানি।

তোমার মৃত্যু হলে,
দেশের অর্থনৈতিক মুক্তি মিলবে,
দেশে কমবে বেকারত্বের হার।
হ্রাস পাবে মূল্যস্ফীতি, শেয়ার বাজার চাঙ্গা হবে।
হবে পুজিবাদের সমাপ্তি ,
শুরু হবে নতুন কোনো অধ্যায়।

তবে—
তোমার মৃত্যু কি সত্যিই মুক্তি দেবে?
নাকি রেখে যাবে এক গভীর শূন্যতা,
এক অমীমাংসিত প্রশ্ন,
যেখানে সময় থমকে দাঁড়াবে,
নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে পৃথিবী?
মৃত্যুই কি সমাধান, নাকি
নতুন এক ব্যথার জন্ম?

তোমার মৃত্যু যদি মুক্তির উপায়ই হয়,
তবে কেন জীবনের প্রতিটি নিশ্বাসে মুক্তির জন্য সংগ্রাম?
কেন প্রত্যুষে সূর্যের আলোয় চোখ মেলে দেখা?

তোমার মৃত্যু হলে,
হয়তো তোমার বোঝা কমে যাবে,
কিন্তু পেছনে ফেলে যাবে কত অগণিত প্রশ্ন,
যাদের উত্তর হয়তো আর কেউ জানবে না।
বৃদ্ধ মা-বাবার শোক হয়তো সইতে হবে না তোমাকে,
কিন্তু তাদের কপালে শূন্যতার ভাঁজ কি মুছবে?
প্রেমিকার চোখের জল থেমে যাবে হয়তো,
কিন্তু তার হৃদয়ে কি কখনো সান্ত্বনা আসবে?
তোমার গল্পের সমাপ্তি মানে কি সত্যিই শেষ?

মৃত্যুই কি শেষের গন্তব্য, নাকি
শুরু হয় আরেক দুঃখগাথার অধ্যায়?
তাই ভাবো, মৃত্যু মুক্তি না হোক,
জীবনই হতে পারে নতুন উত্তর খোঁজার পথ।
তোমার ব্যথা, তোমার গ্লানি—
সব কিছুর মাঝেই হয়তো লুকিয়ে আছে
নতুন ভোরের আলো।

তোমার মৃত্যু হলে,
শুধু কি তোমার বেদনাই শেষ হবে?
না কি সেই বেদনাগুলো ছড়িয়ে পড়বে
তোমার প্রিয়জনদের হৃদয়ে,
এক অদৃশ্য শেকলে বেঁধে ফেলবে তাদের?
তোমার মৃত্যু হলে,,
বাতাসে ভেসে বেড়াবে তোমার অপ্রকাশিত কথারা,
তোমার কলমের অর্ধসমাপ্ত শব্দেরা হয়তো
চিৎকার করে উঠবে কোনো এক  দীর্ঘতম নীরব রাতে।

তোমার মৃত্যু যদি সত্যিই মুক্তি হতো,
তবে কেন এই মুহূর্তগুলো এত মূল্যবান?
কেন রাতের আকাশে তারা দেখে মুগ্ধ হও?
কেন প্রথম বৃষ্টির গন্ধে হৃদয় নেচে ওঠে?

জীবন কি কেবল ব্যর্থতার গ্লানি?
নাকি তার মাঝে আছে অপেক্ষার আলো,
যা ভোরের সূর্যের মতো কখনো না কখনো জ্বলে উঠবেই?
তোমার ব্যথা, তোমার প্রশ্ন—
সবই তো জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়।
হয়তো সেই ব্যথার মাঝেই লুকিয়ে আছে
তোমার প্রকৃত মুক্তি,
যেখানে মৃত্যু নয়,
বরং জীবনের গভীরতা তোমাকে ছুঁয়ে যাবে।

জীবনকে সময় দাও,
হয়তো একদিন এই সমস্ত প্রশ্নের উত্তর
তোমার চোখের সামনে নীরবে খুলে যাবে।
আর তুমি তখন বুঝবে,
মৃত্যু নয়—
জীবনই তোমার প্রকৃত মুক্তির গল্প।