আমার হিংসা হয়
আমার প্রিয় কাউকে অন্য কারও সাথে দেখলে
আমার হিংসে হয় ।
আমার অভিমান হয়
আমার প্রিয় কেউ অন্য কারও সাথে হাসছে দেখলে
আমার ভীষণ অভিমান হয় ।
আমার প্রিয় কাউকে অন্য কেউ যত্ন করছে দেখলে
আমার প্রচণ্ড ক্ষোভ হয়,
যতটা ক্ষোভের কারণে ধ্বংস হয়েছিল ট্রয় নগরী,হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ঠিক ততটা ক্ষোভ হয়।
আমি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠি,
যতটা প্রতিশোধ পরায়ণ হয়ে করা হয়েছিল
পারমানবিক অস্ত্রের ব্যবহার।
পঞ্চম জর্জ বলেছেন, "হয়ে গেছে তা নিয়ে শোক করো না"
কিন্তু আমার শোক হয়
যতটা শোকে হিটলার সস্ত্রীক আত্মহনন করেছিলো
ঠিক ততটা শোক হয়।
আচ্ছা স্রষ্টারও কি হিংসে হয় বলেই বহুশ্বরবাদ কে নাযায়েজ করেছেন?
জানি হিংসাই ধ্বংস তবুও আমার হিংসে হয়।
এ হিংসা কি আমাকে নরকে নেবে?
যদি নেয় তবে যে স্রষ্টা বহুশ্বরবাদ কে নিষেধ করলেন
তিনিও কি নরকে যাবেন?