আমি ডিসেম্বর
আমি চাই,
শোষণের শৃঙ্খল ভেঙে যাবে রাতের মতো,
সমতার আলো ছড়াবে প্রতিটি প্রান্তে শত।
যেখানে জমি, জল, রুটি আর বাতাসের ভাগ,
সবাই পাবে সমানে সমান।

তুমি কি শুনতে পাও সেই শ্বাসের আর্তনাদ?
তুমি কি দেখো সেই অগ্নিস্ফুলিঙ্গের আলো?
পুঁজিবাদ পুড়ছে, আসছে নবজাগ্রত সকাল।
মার্কসবাদী সভ্যতার পথে পা ফেলে ,
গড়ে উঠবে সাম্যের এক অমর সভ্যতা।