কত চেনা মুখ হারিয়ে গেল,
জানাজায় দাঁড়িয়ে চোখ ঝলমল,
তবু কি পেলাম সেই জাগরণ,
যা কাঁপাবে মন, যা দেবে বরণ?

খালি কবর, ভরা নিঃশ্বাস,
সবাই বলল, "একদিন শেষ  হবে আমাদেরও সেই আশ।"
তবু ফিরে এসে ভুলে গেল মন,
ব্যস্ততার ভিড়ে হারাল জীবন।