আমি জীবনানন্দ হতে চেয়েছিলাম,
হতে চেয়েছিলাম অন্ধকবি হোমার।
ভেবেছিলাম হবো ফিনীশীয় তারা
যা পথ দেখাবে জাহাজের নাবিকদের।
আমি হতে চেয়েছিলাম রোমের জুলিয়াস সিজার
যে জয় করতে চেয়েছিল গোটা বিশ্ব।
আমি হতে চেয়েছি মাদার তেরেসা,নেলসন ম্যান্ডেলা
যারা দূর করবে সকল বর্ণবাদ।
আমি মেসোপটেমীয় সভ্যতা,সিন্ধু সভ্যতা হতে চেয়েছি
যারা স্থাপন করেছিল নগরায়নের মূলমন্ত্র।
আমি হতে চেয়েছি পানামা খাল,ইংলিশ চ্যানেল
যা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করবে পুরো বিশ্বকে
যেমনভাবে সংযুক্ত করেছে মহাসাগর গুলোকে।
হতে চেয়েছি ব্রেইল
যা দূর করবে সকল অন্ধত্বের অভিশাপ।
দিনশেষে আমি হয়েছি দূরপাল্লার মিসাইল,
ড্রোন, ক্ষেপনাস্ত্র,ট্যাংক ,যুদ্ধবিমান
হয়েছি চীনের গ্রেট-ওয়াল,হয়েছি সীমান্ত-বর্ডার,
হয়েছি মানুষখেকো গোলাবারুদ,হয়েছি জীবাণু অস্ত্র
হয়েছি 'মোসাদ', 'র', 'সিআইএ', 'গেস্টাপো'
যা কেবলই বিভক্ত করে, ধ্বংস করে, হত্যা করে
মানবসভ্যতাকে ,তোমাকে ,আমাকে...