প্রেম পাবেনা তুমি এ ধরায়
অসূর্যম্পশ্যা হবে তুমি-অস্পৃশ্য, তবে, এও জানি
আমার এ বানী ফলবান বৃক্ষ নয় - তোমাকে চায়ঃ
সূর্য, চন্দ্র, তারা , তারার গভীরে তারা,
সাড়া এবং ইশারা, প্রেম ও প্রার্থনা,
কীট ও শুক্র কীট, শৌর্য-বীর্য, জ্বালা ও যন্ত্রণা।
তোমাকে চায়:
সৌন্দর্য ও ঐশ্বর্য, অর্থ-অনর্থ, আর্য-অনার্য,
শূদ্র ও ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং মৌর্য
তোমাকে চায়: হতাশার গান, পুলকিত ধৈর্য
কিন্তু, তুমি তো বেসামাল ,গরীমার জ্ঞানে
ঘ্রাণে অগ্রাণে, শীত –গরম, শুস্ক মৌসুমে;
পাওয়া না পাওয়া , চাওয়া এবং না চাওয়ায়
তুমি তো বেসামাল , বেধড়ক দিশাহীন দিশেহারা
আপ্লুত বিহ্বলতায়।
তোমাকে চায়ঃ চন্দ্র, সূর্য, তারকারা, চন্দ্রবিন্দু-
অনুস্বার ও বিসর্গে
তোমাকে চায় গহীন অরণ্যে
পল্লব মর্মরে কোলাহল কলরবে
বিস্বাদ মরু ভূমে, নিস্তব্ধ নির্জনতা
কামনা বাসনার নিসর্গে
তোমাকে চায় –নরকে ও
পলকে পলকে ভড়কে , চির সুধাময়
অন্তহীন স্বর্গে
তোমাকে চায়ঃ বিশুদ্ধ আকাশ
পাতালপুরীর ঢেউ জলোচ্ছ্বাস
তোমাকে চায়ঃ নীল নবগনে
নিঃসীম, নিবিড় নিরাশায়
অথবা দূরাশায়