কোনখানে কতটুকু গভীরতায়
সবকিছু ছুঁয়ে, ছুঁয়ে, আবার, সবকিছু হারিয়ে যায়।
হারিয়ে যায় সকালের রোদ, নিঝুম রাত্রির নিস্তব্ধতা
হারিয়ে যায় বেদনা, ব্যাথাভরা সুখ, পার্থিবতা
হারিয়ে যায় স্নেহ, মায়াভরা মমতা
হারিয়ে যায় মুখোমুখি, মুখ ও মুখোশ
ছদ্মবেশ, প্রবল আবেগ, হ্যাঁচকা টান, একদৃষ্টে তাকিয়ে থাকা
হারিয়ে যায় শব্দ, লুকোচুরি খেলা, স্বপ্ন, স্বপ্নের ঘোর, সারাদিন উন্মত্ততায় ডুবে থাকা
হারিয়ে যায় রাতজাগা ভোর, জনকোলাহল, শুভেচ্ছা বিতরণ, ঘুমভাঙ্গা আড়ষ্টতা "জেগেছো? শুভ সকাল" আমার "গুড মর্নিং"
হারিয়ে যায় পালিয়ে যাবার ভয়, হারিয়ে যায় বিছানা, আশয়-বিষয়
হারিয়ে যায় ঈশ্বরের ট্রেন, লন্চ, বাস, মৈমনসিংহ-গীতিকা, কীর্তনখোলার সন্ধ্যাকাশের মেঘমালা, ভবদহের দমন-পীড়ন
হারিয়ে যায় সবকিছু, মন, মনমাতানো মর্মান্তিক আকুতি, হারিয়ে যায় প্রিয় ডাক, প্রিয়তম! প্রিয়তমা! হারিয়ে যায় প্রেম, অথবা প্রেম-প্রেম খেলা।