আজ ছিলো সেই দিন!
যেদিন স্বপ্ন ছিলো
জীবনানন্দের ভাষায়, "মুখোমুখি বসিবার দিন!"
মুখোমুখি - মুখ ও মুখ, এ মুখ ও মুখ!
সাধনা, বৈরাগ্য, জাগতিক চেতনা
স্থানান্তর-এ পাড়া ও পাড়া!
বড়দা, ছোড়দা, মা, শিশু সন্তানেরা,
অসুখ বিসুখ আরও কত! কত যে গণনাহীণ কথা কাব্য!
মুখোমুখি, সোজাসুজি একদম কাছাকাছি হায়!
একদম চোখের পাতায়!
এই বসে থাকা, বসে বসে থাকা!
সকাল, দুপুর, সন্ধ্যেবেলা!
তারপর, তারপর?
ভ্রমণ, পিপাসা, পিপাসা নিবারণ।
এই পথচলা, চলতে চলতে কত কিছু গত হয়ে যায়, কত কুশল বার্তা বিনিময়।
আসলে আমি ঐ বসেই আছি যেন!
সকল কাজে, সবকিছুতে ঐ
ঐ যে বসে বসে থাকা নীরবে সরবে দুজনে দুজন!