মৃত্যু ই তোমার শান্তি?
মরে গেছে সে দুর্বৃত্তের আঘাতে, ঝাঁঝরা হয়েছে বুক।
হে দুর্বৃত্ত, পাল্লা দাড়ি আনো,মেপে দেখ আজি কতটুকু পেয়েছ সুখ।
চাকচিক্য, বাহ্যিকতা, পার্থিবতা, অসার তর্জন গর্জন।
ভেতরভীতের পষ্ট স্খলন, শুনি হুমকি! শিল্প -সুন্দর সৃষ্টিতে দিবে দংশন।
ভেবেছিলে মরন, এনে দিবে শরন
মিথ্যে শান্তির ছোঁয়া,
দেখ চেয়ে দেখ, আয় ছুটে আয়
প্রেম ভালোবাসায় শক্তিশালী চলমান বিশ্ব হাওয়া
এক ফুৎকারে উড়ে যেতে পারো
অথবা দগ্ধ দহন
তিলেতিলে বাড়বে অসুস্থতা
পরিণাম বদ্ধ পাগল।
মেরে ফেললেই শান্তি আসেনা
আসতে পারেনা সুর
মরে গিয়ে মরা , করে যায় ধরা
আরো বলিয়ান পুর।