তুমি কি রূপকল্প? উদ্দীপক, চাঁদ নাকি নীলাকাশ? নাকি বাতাস-
দোলা দিয়ে যাও?
আসলে তুমি বহতা নদীর মতো বহতা নদী
আমরা সবাই ছেলেবেলাকার মত জামা কাপড়, বই পত্তর, কলম,খাতা, গল্প, গদ্য, পদ্য-সবকিছু পাড়ে চেপে রেখে-
তোমাতে ঝাঁপ দেই-
তুমি কাউকে না বলোনা, আমাদের সকলের ঠাঁই হয়
আমরা হাত, পা ছুঁড়ে সাতার কেটে যাই-
আমরা ভালোবেসে বিহ্বল হই, স্বর্গসুখে ভেসে যাই
তুমি তো বহতা নদী-ছুটেই যাচ্ছ
থামছেই না তোমার চলা
আমরা ঘেমে নেয়ে উঠি, তোমার শ্রান্তি নেই, ঘাম নেই
-তুমি তো নদী, বহতা নদী-কষ্ট নেই, ভালোবাসা নেই
নেই কোন অভাব- কান্নার জল
এই দৌড়, ঝাঁপ, সাতার কাটা-স্বর্গসুখ
তোমার মনে হয়-তুমি দাও পাত্তা
আমরা ভুল করে ভালোবাসা ভাবি
বিলিয়ে দেই আমাদের সমগ্র সত্তা