একটি ধাঁধা
    নাদনে কুচেওভা
রাত জাগা পাখি হে, নীরব নিভৃতচারী
সহস্র পদযাত্রায়, সহস্র সংঘাতে
নীরবে, নিভৃতে কেটেছ রজনী, জানি
কখনোই চাওনি কিছু, আবদার করোনি জলবিন্দু
কতমুখ, মুখোশ কোমলগাণ্ধার, লোভনীয় বাহাস!
পারস্যের সুগণ্ধিমাখা শীতল হাওয়া-মরুবুকে।
টলাতে পারেনি তোকেঃ
টলোনি, হওনি টালমাটাল।
কি যে হোল আজি তোর!
এত পরাম্রশ ঝুলি
ঝাঁড়ফুক মাখা ধূলি
লাঞ্জণা, গঞ্জণা অনভিপ্রেত বুলি
রাত জাগা পাখি হে, নীরব নিভৃতচারী,
সার সার বাধাঁ , অসাড় অবাধ বাণী
ভাগাড়ের আধাঁর, শ্মশানের তপ্ত শ্বাস
শকুনির ঠোঁট, নাগিণীর ফণাধ্বনি-
কিছুই রূখছে না তোকে, করছেনা বিব্রত আজি
রাত জাগা পাখি হে, নীরব নিভৃতচারী।