লাঞ্ছনা এ জীবন জন্মিয়েছি এ দেশে,
         দিয়েছি অনেক কিছু বিনিময় চাইনি কিছুই ।
                     তাই কি অবহেলা করছো ?

               অজান্তে তিলে তিলে মারছো আমায় ।
    হে ওরে বোকা এই দিনই দিন না আসবে সময়,
                    দিয়েছি যা ছিনিয়ে নিব তা ।
      রক্তের জল ছুবে নয়ন হারাবি আত্মীয়-স্বজন ।
                  হুম আমি নদী প্রকৃতির এক জন ।

  তুমি কি মানুষ না পশু ভেদাভেদ নাহি করি আমি ।
                টাকা-পয়সার লোভে ক্ষমতার জোরে,
       এক নিকৃষ্ট জন্তুর রুপ নিয়েছে তোমার হৃদয়,
                            জানো কি তুমি ?

                   না জানিলে আয় আমার কোলে !
                    হাবু-ডুবু খাবি জল অন্য রকম !
           গোবরে ফুটবে পদ্মা এত প্রকৃতির নিয়ম !

                         বলব না আসার জন্য,
                      বলব না যত্ন নেওয়ার জন্য,
                        সমাপ্তি অচিরেই খোকা ।
             করিবার কিছু নাহি রবে দখিবে দু নয়ন,
                      নয়নের জল ভাসবে স্বজন,
                         ছিন্ন হবে সব বাঁধন ।
                 হুম আমি নদী প্রকৃতির এক জন ।





                                                ১৪-০৮-২২