পুরুষ হইয়া জন্মাইছি এই ধরায়
              গোঁফ-দাড়ি আমাদের সৌন্দর্য বাড়ায় ।
                কিশোর কাল গেল খেলায়-দুলায় ,
                বাল্য কাল গেল পড়া-লেখায় ।

               যৌবন কাল গেল নারীর ভালবাসায় ।
                মধ্য কাল গেল পরিবারের দায়িত্বে ।
                 এখন আমি বৃদ্ধ , সময় কাটে
  নায়-নাতনীর ভিরে হৈ হুল্লোড় আর খেলা-ধুলায় ।
                  আমি সবই দেখেছি কি দেখিনি ?

     দেখছি কিশোর কালে হজারো গাছ নদী-নালা ।   দেখেছি বাল্য কালে বই এর পাতায় সপ্নের মেলা । দেখেছি যৌবন কালে স্ত্রীর চোখে অগাধ ভালোবাসা।
   আর মধ্য কালে চালিয়েছি এক কৃতিত্বের ভেলা ।
                
            এখন আমার হাতে আনেক সময়
তাই ঠিক বেঠিক এর মধ্যে কেমন যেন হারিয়ে যাই
যেমন রুটি দিয়ে কলা খাব নাকি কলা দিয়ে রুটি ।
                           হা হা হা !



                                                  ২১-১১-২২