আমি একটা বিন্দুও না
সৌরজগত এর তুলনায় ।
সুখের আশায় কত কিছু
করি আমি ভাই ।
সকাল থেকে রাত ভাই
রাত থেকে সকাল ।
বড় কষ্টের এই দুনিয়ায়
সুখ খুঁজে বেড়াই ।
টাকা-পয়সা সুখের মুল
এই ভাবি আমি ।
টাকা কামাইয়া পাহার দিলাম
ভেদ-ভাও না করি ।
এক পা আমার গেছে কবরে
বল এবার কি করি ।
না ভাইবা গেল সময়
আমি হইলাম পরপার ।
হায় আফসোস হায় আফসোস
কি হবে আমার ।
১৮-১২-২২