এক আলস দেহ পরে আছে বিছানায়,
              সে বহু দুর তোমার সাথে হারাতে চায় ।

               এক আলস দেহ পরে আছে বিছানায়,
                    সে চোখের জলে বৃষ্টি নামায়,
               ভালবাসার রঙ গুলো কোথায় হারিয়ে,
                   দেখতে চায় তাকে সাত রঙায় ।

               এক আলস দেহ পরে আছে বিছানায়,
            তার বুক ভাঙ্গা চিৎকার কেউ না শুনতে পায়,
             তার ভালবাসা অসিমের দিকে হাত বারায়,
                    কিন্তু কারো ছোয়া নাহি পায় ।

                     সে কি পারবে উঠে দাঁড়াতে ?
             যানে না সে তলিয়ে যাচ্ছে কোন অজানায় !
          সে কি পারবে জয় করতে দুর্দিনে এই ভালবাসা ।
                     না ছেড়ে দেবে ভাগ্যের ওপর ?
                         বিধাতা ই একান্ত বন্ধু ।



                                              ১৪-০২-২২