আমি শহুরে মানুষ,
ঘুরি বৃত্তের মাঝে।
এই মোদের জীবন ভাই।
উঁকি মারিনি দাগের বাইরে,
জানিনা সেথায় আছে কিরে!
ভয় হয় যদি যাই হারিয়ে।
কদমে-কদমে খাই হোঁচট,
হায়-হায় করে কাটে দিন !
দিন গুলো সব বেরঙ্গিন,
ধুয়াছন্ন হয়ে আছে,
দৃষ্টি থমকে যায়।
বছর পেরিয়ে আসে দিন,
বৃত্ত মোদের করে স্বাধীন।
আনন্দ-উল্লাসে কাটে কয় দিন,
দিন গুলো খুব রঙ্গিন,
আত্মতৃপ্তিতে ভরপুর রয়ে যেতে চায়।
আমি শহুরে মানুষ,
ঘুরি বৃত্তের মাঝে।
এই মোদের জীবন ভাই।