দেখতে দেখতে তরুণের সময়
অদ্ভুতে ঘনিয়ে গেলো,
বেদনা নিয়ে তরুণের এখন
দুঃসময় বয়ে এলো।
চারিদিকে ঘনিয়ে আসছে
শুধুই তরুণে আধার,
তরুণের এখন উপায় শুধু
বদন খুলে কাদার।
অর্থ কড়ির জন্য তরুণ
পারিনি করতে কিছু,
পাগল হয়ে ছুটে তাই
শুধু অর্থের পিছু।
অর্থই যদি হয়ে দাঁড়ায়
সকল কিছুর মূল,
ভালোবাসা প্রেম প্রীতি
তা কি করা ভুল?
ভবের মাঝে মূল্যায়ন নেই
অর্থ কড়ি ছাড়া,
অর্থ দিয়ে সব পাওয়া যায়
শুনি পাড়া পাড়া।
অর্থ ছাড়া মূল্যায়ন নেই
এই ভব কাজে,
হীরা পান্না কি রয়েছে
অর্থ কড়ির মাঝে?
অর্থ করে আপন কে পর
পর কে করে আপন,
অর্থ কড়ি গড়ার জন্য তরুণ
দেখে সুখের স্বপন।
অর্থ কড়ি হলো যেন
পুষ্পরসের চেয়ে মিষ্টি,
তাইতো অর্থ কড়ির দিকে
রাখে সবাই দৃষ্টি।