জ্ঞানের প্রদীপ জ্বালানো হলো
শিক্ষকের বিস্তৃত নেশা,
জ্ঞান বিতরণ করা হলো
মহৎ সর্বোত্কৃষ্ট পেশা।
জ্ঞান বিতরণ করতে শিক্ষক
ঘুরে বেড়ায় ভবে,
জ্ঞান বিতরণ করলে শিক্ষক
শান্তি পায় যে তবে।
পুস্তকের বাহিরেও শিক্ষকের
থাকে অচিন জ্ঞান,
জ্ঞান বিতরণ করায় তাহার
থাকে ভীষণ ধ্যান।
পিতা ছেলেকে ভালোবেসে
করে ভীষণ আদর,
শিক্ষক ছাত্রকে ভালোবেসে
পরায় জ্ঞানের চাদর!
ছাত্র মহান ব্যক্তি হলে
শিক্ষক করে গর্ব,
ছাত্র শিক্ষকের সম্পর্কটা
বন্ধুত্বের এক পর্ব!
আজ হলো পাঁচই সেপ্টেম্বর
বিশ্ব শিক্ষক দিবস,
সারা জীবন শিক্ষক থাকবে
হয়ে ছাত্রদের বস।
শিক্ষক দিবসে শিক্ষকদের
প্রতি ভালোবাসা অবিরত,
মোর সকল শিক্ষকদের
প্রতি শ্রদ্ধা গভীরত।