হে স্বদেশ,
তোমাকে বড় বেশি ভালোবাসি
তোমাকে নিয়ে সপ্ন দেখি রাশি রাশি
এগিয়ে নিয়ে যাবো তোমাকে।
করবো আমি দেশের সেবা,
লোকের উপকার,
দেশের ভিতর রাখবো না আর
কোন হাহাকার।
আছো যত কৃষক শ্রমিক
দিন মজুর ভাই,
তোমাদের সকল দুঃখের
অবসান ঘটাতে চাই।
কৃষক করে চাষাবাদ,
জেলে ধরে নদীতে মাছ
তাদের কারণে আমরা
খেতে পারি ভাত-মাছ।
কৃষকের গায়ের ঘামে মাটি ভিজে
কৃষক রোদে পুড়ে
তাহার পিঠের চামড়া হয়ে যায় ছাই,
এত কষ্ট করার পরেও
কৃষকের মূল্য নাই।
জেলে জলে নেমে বৃষ্টি ভিজে
যায় মাছ ধরে,
এত কষ্ট করার পরেও
অভাব যায়না দূরে।
আমরা হলাম বাঙালি জাতি
সকল সকলের ভাই,
বাঙালি ভাইয়ের বিপদের পাশে
আমরা যাবো তাই।
মানবতা ভালোবাসা দিয়ে
দেশকে আমরা এগিয়ে নিতে চাই।