একটু জায়গা দিওগো জননী
তোমার চরণ তলে,
শান্তির খোঁজে আসি যদি
কোনো এক ছলে।
তোমার গর্ভে ছিলাম যখন
স্বর্গ সুখে ভেসে,
প্রথম তোমার বদন খানি
দেখেছি বাংলাদেশে।
তুমি আমার বাঙালি জননী
নেই কো তোমার তুলনা,
চরন ছুয়ে বলি গো জননী
আমায় তুমি ভুলোনা।
তুমি জননী আমার জন্য
প্রদীপ জ্বালিয়ে থাকতে,
গভীর রাতে আমায় তুমি
বুকের মাঝে রাখতে।
আমি অসুস্থ হলে চিকিৎসকের
কাছে যেতে চলে,
আমার খোকার কি হয়েছে?
কেঁদে কেঁদে বলে!
হে জননী তোমার ঋণ
শোধ করিবো কেবা?
তুমি মোরে করিও ক্ষমা
পারো তুমি যেবা।
পরপারে জননী তুমি মোরে
একটু দেখা দিও,
খোকা হিসেবে আমায় তুমি
কাছে টেনে নিও।