মোর ঘরে শুইলে দেখা যায়
আকাশের তারা,
দেখে যাও আছো মোর
আপন যারা।
শিলে করে দিলো
ঘরের চাল ফুটা,
নষ্ট হলো তাই মোর মনটা।
রাতের বেলা বৃষ্টি পড়ে
দেহ ভিজে,
এখন মোরা করি কী যে!
দিনের বেলা কিরণমালীর
রওশন পড়ে,
সবার আগে মোর ঘরে।
কিরণমালীর তাপে ঘরে
যায় না থাকা,
পাইনি মোরা সুখের দেখা।
সুধাকর রজনীতে ঘরে
লাগেনা প্রদীপ,
আঁধার রজনীতে ভাবি অতীত।
এভাবে কাটাই মোরা রজনী,
এমন ঘরে কি আসবে সজনী?