পাখির মতো উড়বো আমি
মুক্ত আকাশে,
শরীর শীতল হবে আমার
পুবাল বাতাসে।
আকাশে উড়ার অনুভবটি
নেইকো আমার জানা,
মুক্ত আকাশে উড়ার জন্য
মেলে দেবো দুই ডানা।
ঈগলের মতো উড়বো উপরে
বাতাসে যাব এদিক ওদিক হেলে,
সারা বিশ্ব উড়ে দেখব
দুটি ডানা মেলে।
মন ভরে দেখবো জগৎ
দুটি রঙিন চোখে,
কি যে শান্তি পাবো আমি
আমার সারা বুকে।
উড়তে উড়তে কোন সময়
হয়ে যায় যদি ক্লান্তি,
তবুও উড়ে পাবো আমি
বেশ মানুসিক শান্তি!
ফুলের সু-গন্ধে গন্ধে,
কবিতা লিখি ছন্দে ছন্দে,
পাঠ করিবেন মন আনন্দে।