বাঁচতে হলে প্রাণচঁচল্য সমর
মনোরম করে করো,
বাঁচার জন্য প্রাণচঁচল্যর
পুরাদস্তুর পরিপ্রেক্ষিত ধরো।
বয়স কালে যুদ্ধ করলে
শেষ কলে থাকবে স্বর্গসুখে,
কেহ রে তুমি পারবে না বুঝাতে
নিথরতা থাকবে বুকে।
যুদ্ধ করলে কেষ্ট মিলে
এই কথাটি জানো
যুদ্ধই তোমার সুফল আনবে
এই কথাটি মানো।
চাওয়ার সমীপে পেলে কিছু
লাগে না সেটা ভালো,
যুদ্ধ করে অর্জন করো
আনবে সেটা আলো।
যুদ্ধ করে তোমরা সকলে
করো একটু আহার,
তিনি কেমনে যুদ্ধ করে
বুঝবে যুদ্ধ তাহার।